হেনরি ফেয়ল
![]() |
Henri Fayol |
পরিচ্ছেদসমূহ
প্রারম্ভিক জীবন
অটোম্যান সাম্রাজ্যের অধীন ইস্তাম্বুলের সন্নিকটে ১৮৪১ সালে জন্মগ্রহণ করেন ফেয়ল। গোল্ডেন হর্নের সাথে জড়িত গালাতা ব্রিজের তত্ত্বাবধায়ক ছিলেন তাঁর প্রকৌশলী বাবা। ১৮৪৭ সালে তাদের পরিবার ফ্রান্সে চলে যায়। ১৮৬০ সালে সেন্ট-ইটিনে এলাকায় অবস্থিত ইকোলে ন্যাশিওন্যাল সুপারিয়র ডেস মাইনস ডি সেন্ট-ইটিনে প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন তিনি।১৯ বছর বয়সে ১৮৬০ সালে কমেন্ট্রিতে অবস্থিত "কম্প্যাগনি ডি কমেন্ট্রি-ফোরচ্যাম্ব্যু-ডিকেজেভিল" নামীয় একটি কোম্পানিতে কাজ শুরু করেন এবং ১৮৮৮ সালে ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পান। তখন কোম্পানির আর্থিক মন্দাবস্থায় চলছিল। ১৯০০ সালে কোম্পানিটি ফ্রান্সের সর্ববৃহৎ লৌহ ও ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠানের মর্যাদা পায়।১৯১৮ সালে যখন তিনি ঐ পদ থেকে অবসর নেন তখন কোম্পানি একটি সুদৃঢ় অর্থনৈতিক অবস্থানে ছিল। তখন সেখানে দশ সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী কাজ করতো।
অবদান
১৮৭০-এর দশকে ফেয়ল খনিজ বিজ্ঞান বিষয়ে একগুচ্ছ নিবন্ধ লেখেন। প্রথম নিবন্ধটি ফরাসী ’বুলেটিন ডি লাক সোসাইটি ডি আই’ইন্ডাস্ট্রি মিনারেল’ পত্রিকায় প্রকাশিত হয়। ১৮৮০-এর দশকের শুরুতে ফরাসী বিজ্ঞান একাডেমীর মুখপত্র ’কম্পটেস রেন্ডাস ডি আই’একাডেমী ডেস সায়েন্সেসেও’ প্রকাশিত হয়েছিল।শুধুমাত্র নিজস্ব ব্যবস্থাপকীয় অভিজ্ঞতাকে অবলম্বন করে তিনি প্রশাসনিক বিষয়ে নিজ ধারণা উত্তরণ ঘটান। হেনরি ফেয়ল ১৯১৬ সালে প্রশাসনিক ব্যবস্থাপনার উপর ’এডমিনিস্ট্রেশন ইন্ডাসিয়েল এট জেনারেল’ শিরোনামে একটি বই লিখেন যা পরবর্তিতে অন্যান্য লেখকদেরকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করে। একই সময়ে এফ. ডব্লিউ টেলর ’প্রিন্সিপলস অব সায়েন্টিফিক ম্যানেজম্যান্ট’ প্রকাশ করেন।
ব্যবস্থাপনার নীতি প্রবর্তন করেছেন ফেয়ল। তিনি ব্যবস্থাপনার ৫টি কার্যাবলি এবং কেন্দ্রীকরণ ও একতাসহ ১৪টি মূল নীতি প্রবর্তন করেন।
ReplyDeleteBangla Wiki Varsity
বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সব ধরনের তথ্য এখানে পাওয়া যাবে (All types of information related to Bangladeshi university will be available here)