Sunday, March 8, 2015

পরিকল্পনা 

পরিকল্পনা হলো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে ভবীষ্যৎ কার্যক্রমের অগ্রিম নকশা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহন করা।

ব্যবস্থাপনার প্রাথমিক ও গ্রুতপুরন কাজ হলো পরিকল্পনা। যে কোন প্রতিষ্টানের অস্তিত্ব রক্ষা ও উন্নয়নের জন্যে পরিকল্পনার বিশেষ তাৎপর্য রয়েছে।

পরিকল্পনা ভবিষ্যৎের সাথে সম্পর্ক রয়েছে।
নিম্নে পরিকল্পনার কতিপয় উল্লেখযোগ্য সংজ্ঞা  উপস্থাপনা করা হলো:-
আধুনিক ব্যবস্থাপনার জনক HENRY FAYOL বলেন "যে কর্মপন্থা  গৃহীত হবে তা, যে সকল পর্যায়ের মধ্যদিয়ে সেটা চলবে তা এবং যে পদ্ধতি অনুসরণ করা হবে তা নির্ধারণ করা এবং ঐ একই সময়ে ফলাফল বিচার করা.

 Professor R.W.Griffin এর ভাষায় পরিকল্পনা অর্থ হচ্ছে প্রতিষ্টানের লক্ষ্য নির্ধারণ এবং তা কত উত্তমরূপে উর্জন করা যায় সে সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়া।

G.R.Eterry এর মতে, পরিকল্পনা হলো প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যাবলি অর্জনে ভবিষ্যত প্রয়োজনীয় কার্যক্রম প্রণয়ন সর্ম্পকে ধারনা তৈরি করা।
উল্লিখিত সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, পরিকল্পনা হলো এমন একটি প্রক্রিয়া যা সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য ভবিষ্যতের করনীয় সর্ম্পকে সিদ্ধান্ত গ্রহন করা।

4 comments:


  1. Bangla Wiki Varsity

    বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সব ধরনের তথ্য এখানে পাওয়া যাবে (All types of information related to Bangladeshi university will be available here)

    ReplyDelete